Breaking
1 Nov 2024, Fri

‘আদিবাসী সমাজ বাদ দিয়ে ভারতবর্ষে যাঁরা আছে সবাই অনুপ্রবেশকারী’ : অধীর চৌধুরি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আদিবাসী সমাজ বাদ দিয়ে ভারতবর্ষে যাঁরা আছে সবাই অনুপ্রবেশকারী বললেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে ‘কুড়মি সমাজে’র পক্ষ থেকে অধীর চৌধুরিকে সংবর্ধনা দেওয়া হয়। গত অধিবেশনে লোকসভায় কুড়মিদের এসটি তালিকাভুক্ত করার জন্য দাবি জানিয়ে ছিলেন অধীর চৌধুরি। এদিন কুড়মি প্রথা অনুযায়ী বরণ করে নেওয়া হয় অধীর চৌধুরিকে। এমনকি কুড়মালী কবি মঙ্গল মাহাতোর কবিতা বই হাতে পেয়ে বক্তব্যের শেষে তা পাঠও করেন অধীর চৌধুরি। তারপর অধীর বলেন,‘এখানে টুসু গান, প্রকৃতি, পাখি সবকিছু মিলে মিশে আছে। আপনারাই প্রকৃতির সাধক।’ মঞ্চে বক্তব্যের শুরুতেই অধীর বলেন,‘আমি এখানে এসে অভিভূত। আপনাদের ভালোবাসা, আতিথেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এই ভালোবাসা আমার জীবনে একটা বড় পাওনা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজ করতে পারলে ভাল লাগে। জনপ্রতিনিধি মানে শুধু নিজের নির্বাচনী এলাকা নয়, আমি যখন জনপ্রতিনিধি হই, তখন সারা দেশের মানুষের জনপ্রতিনিধি। আমি আপনাদের জন্য এখনও কিছু করতে পারিনি। কিন্তু আপনারা আমাকে ষোলে কলায় পূর্ণ করে দিয়েছেন। আমি সংসদে আপনাদের দাবির কথা বলেছি। বিষয়টা সংসদে লিপিবদ্ধ হয়েছে। ওই দিন আমার পাশে বসেছিলেন সনিয়া গাঁধী। উনি জানতে চাইলেন দাবির বিষয়টি কী? পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড ওড়িশার বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ কুড়মিরা রয়েছেন। তাঁরা আদিবাসী তালিকাভুক্তির দাবি করেছেন। সনিয়া গান্ধী জানতে চান বিহারের নীতিশ কুমারও তো কুড়মি। আমি বলি নীতিশজীরা ওবিসি। আমাদের দাবি, এখানকার কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার। আমি বিষয়টা ততটা পরিষ্কার ভাবে জানতাম না। দেখুন আমি একটা বিষয় বুঝি, যাঁরা আদিবাসী তালিকাভুক্তির দাবি করছেন, তাঁদের দাবি যথার্থ এবং সঙ্গত। ঐতিহাসিক প্রেক্ষাপট আমার জানা দরকার। প্রথম সাংসদ হয়ে যখন ১৯৯৯ সালে সংসদে যাই তখন মূর্শিদাবাদের চাঁই সম্প্রদায়রা আমাকে এসে বলেছিলেন তাঁরা এসটি তালিকাভুক্ত হতে চাই। সেক্ষেত্রে আমি সফল হয়েছি। চাঁই জনগোষ্ঠীকে আদিবাসী তালিকাভুক্তি করানোর অভিজ্ঞতা আমার রয়েছে। এবছর মকর সংক্রান্তির দিনে পিঠে খাওয়া হয়নি। ঝাড়গ্রামের কুড়মি বোনেদের তৈরি গরম পুলি পিঠে খাওয়ার সুযোগ হয়ে গেল। এই মুহুর্তে সারাদেশে রাজনীতির চর্চা হচ্ছে অনুপ্রবেশকারী নিয়ে। আমি মনে করি আদিবাসী সমাজ বাদ এ ভারতবর্ষে যারা আছে সবাই অনুপ্রবেশকারী। আমি আমার মতো চেষ্টা করব। চেষ্টা ও সততা থাকবে।’

Developed by