Breaking
24 Dec 2024, Tue

বৃহস্পতিবার রাতে নহড়খাল শ্মশান কালী মন্দিরে ফল এলোমেলো, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার রাতে নহড়খাল শ্মশান কালী মন্দিরে ফল এলোমেলো, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন নহড়খাল শ্মশানে পরপর তিনটি মৃতদেহ দাহ করা হয়েছে। রাত্রি নটা পর্যন্ত শ্মশানে মৃতদেহ দাহ করা চলে। প্রাথমিক অনুমান কোন ব্যক্তি মন্দিরে ঢুকে শুধুমাত্র প্রসাদ ফল গুলো এলোমেলো করে দেয়। যার ফলে মন্দিরে চুরির আতঙ্ক ও গুজব ছড়িয়ে দেয়। কিন্তু চুরির কোন ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পান্ডে ও দু’গাড়ি পুলিশ

Developed by