ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মৃতদেহ সৎকার করতে গিয়ে হাতির হানায় শশ্মানে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুভাষ মাহাতো(৪০)। মৃত সুভাষের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের ধুলাভুড়রি গ্রামে। তিনি ঝাড়গ্রাম শহরের একটি ভূষিমাল দোকানের কর্মী ছিলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঝাড়গ্রাম শহরে বেনাগড়িয়া এলাকায় মেহেরা বাঁধের শশ্মান ঘাটে। ঝাড়গ্রাম শহরের মধ্যে হাতি ঢুকে তাণ্ডবের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার বেনাগেড়িয়ার বাসিন্দা লাল্টু মাহাতোর স্ত্রী সরস্বতী মাহাতো বার্ধক্য জনিত অসুখে মারা যান। রাত ১১টা নাগাদ মেহেরা বাঁধ শ্মশান ঘাটে দাহ করতে নিয়ে যায় প্রতিবেশিরা। প্রতিবেশি সুকুমার মাহাতোর সঙ্গে বন্ধু সুভাষ মাহাতো শশ্মানে গিয়েছিলেন। সুকুমার ও সুভাষ ভূষিমাল দোকানে একসঙ্গে কাজ করতেন। চিতায় জল দেওয়ার শেষ বেলায় দাঁতাল হাতি ঢুকে পড়ে শ্মশানঘাটে। যার জেরে ঘটে বিপত্তি। হাতিটি সুভাষকে শুঁড়ে তুলে আছাড় মেরে পা দিয়ে থেতলে দেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সুভাষের বাড়িতে রয়েছে স্ত্রী ও ছেলে-মেয়ে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।