Breaking
1 Nov 2024, Fri

হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যার্পন’ অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুঁয়ার ভূষণ সিং, অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) বিশ্বজিত মাহাতো, এসওজি সেলের ওসি মহম্মদ আলি প্রমুখ।

২০১৯ সালে জানুয়ারি মাসে তৎকালীন পুলিশ সুপার অরিজিৎ সিনহা মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি ‘প্রত্যার্পন’ এর সিদ্ধান্ত নেয়। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘হারিয়ে যাওয়া মোবাইল গুলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়খণ্ড ও ওডিশা রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এনিয়ে জেলায় মোট ৫৮০টি মোবাইল তুলে দেওয়া হয়েছে মালিকদের হাতে। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা।’

Developed by