Breaking
24 Dec 2024, Tue

মকরের দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি উল্টে মৃত্যু হল ২ বন্ধুর, জখম আরও ২ জন বন্ধু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মকরসংক্রান্তির দুপুরে ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের পূর্নাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দুই বন্ধুর। এছাড়াও আরও দু’জন বন্ধু গুরুতর জখম হয়েছেন। মৃতরা হলেন শুভম আগরওয়াল ও সোহাম আগরওয়াল। দু’জনের বাড়ি জামদা এলাকায়। আদর্শ আগরওয়াল ও তরুণকুমার গুপ্তা গুরতর জখম হয়েছেন। তাঁদের বাড়ি শহরের নতুনডিহি ও বাছুরডোবা এলাকায়। মকরের দিনে চার বন্ধু মিলে মারুতি গাড়িতে করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ফেকোর দিকে যাচ্ছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে পূর্নাপানির জঙ্গলের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে ডিভাইডারে ধাক্কা মেরে উপরে উঠে বামদিকে পাল্টি খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শুভম আগরাওয়াল মারা যায়। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পান্ডের নেতৃত্বে পুলিস ঘটনাস্থলে যায়। বাকী তিনজন যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের সিসিইউতে সোহাম আগরওয়াল মারা যায়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ির গতিবেগ ১২০ -র বেশি ছিল। গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ সামালাতে না পেরে এই ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান সকলের । এই ঘটনার পর হাসাপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Developed by