ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:-শর্ট ফিল্ম ‘এক বিন্দু প্রাণ’এর খুদে অভিনেতা রিদয় গুপ্তকে পিঠে খাইয়ে পিঠেপুলি স্টলের আনুষ্ঠানিক সূচনা করলেন মহকুমাশাসক তথা পৌর প্রশাসক সুবর্ণ রায়। বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তর প্রাঙ্গণে ওই স্টলের সূচনা হয়। পৌরসভার উদ্যোগে পিঠের স্টল দিয়েছেন পৌর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেই স্টলে এদিন সুলভ মূল্যে পিঠে কেনার জন্য ঝাড়গ্রামবাসী ও পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।