ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: আজ জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলার পরব হল মকর পরব। প্রতি বছর পৌষ মাসের সংক্রান্তি দিনেই পালিত হয় এই উৎসব। এই উৎসব কে ঘিরে গ্রামে গঞ্জে থাকে উৎসবের মেজাজ। মেতে ওঠেন গ্রাম থেকে শুরু করে শহরের আট থেকে আশি সকলেই। ঠিক সেই মতো আজ মকর সংক্রান্তির সকালেই মকর কুয়াতে আগুন লাগিয়ে মকর সংক্রান্তির দিনের প্রথম পর্বের সূচনা হলো ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকের প্রতিটি গ্রামের ঠিক একই চিত্র ধরা পড়লে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের ক্যামেরায়।