ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- গত কুড়ি বছর ধরে ১২ জানুয়ারি সকাল মানেই শুভেন্দুর গন্তব্য উত্তর কলকাতার সিমলায় স্বামীজির জন্ম ভিটে। এমনিতে বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত শুভেন্দু। বাড়িতে রয়েছে স্বামীজির ছবি। শিকাগো ধর্ম সম্মেলনে কালজয়ী বক্তৃতা দেওয়া এই বাঙালি মনীষী সম্পর্কে সারা বছর চর্চা করেন নন্দীগ্রামের বিধায়ক। মেদিনীপুরের বিবেকানন্দ মিশনে তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে। চোখের হাসপাতাল থেকে শুরু করে তাঁদের নানান কর্মকাণ্ডে সাহায্য করেন তৃণমূলের এই তরুণ নেতা। বিবেকানন্দে অনুপ্রাণিত শুভেন্দু দলীয় সভা তো বটেই, ঘনিষ্ঠ মহলের আলোচনাতেও বারবার স্বামীজির প্রসঙ্গ উল্লেখ করেন।স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে তাঁর জন্ম ভিটেতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীএমনিতেই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে সারা রাজ্যেই বিবেকানন্দের জন্ম দিবস গুরুত্বের সঙ্গে পালিত হয়। যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিবেক উৎসব। কিন্তু শুভেন্দু এই কাজ করেন দল ক্ষমতায় আসার অনেক আগে থেকেই। যখন তিনি সাংসদ বা মন্ত্রী কিছুই হননি।