Breaking
1 Nov 2024, Fri

বাঘের ভুয়ো ভিডিও এবং স্টিল ছবি ভাইরাল হওয়ার তদন্তে পুলিশ, কড়া আইনত ব্যবস্থা নেওয়া হবে সাফ জানালেন এসপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাঘের ভুয়ো ভিডিও এবং স্টিল ছবি ভাইরাল হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামে। স্রেফ গুজবের ঘটনায় তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। কখনও বিনপুর, কখনও শিলদা, কখনও বেলপাহাড়ি প্রভৃতি এলাকায় বাঘ বেরিয়েছে এবং মানুষ খেয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই গুজব ছড়ানো হচ্ছে। যার ফলে সাধারণ মানুষের মনে আতঙ্কও সৃষ্টি হয়েছে। একটি ভিডিও এবং ৬ টি স্টিল ছবি মোবাইলে ভাইরাল হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেন,’বাঘে মানুষ খেয়ে নিয়েছে বলে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, জও গুলো সম্পূর্ণ মিথ্যে। গুজব ছড়ানোর জন্য করা হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি জেলা পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ ইতিমধ্যে, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছেন, বাঁকুড়ার এক যুবক ফেসবুকে এই ছবি গুলো ছড়িয়েছে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে যারা যারা আতঙ্ক সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Developed by