Breaking
1 Nov 2024, Fri

লালগড় চক্রে পালিত হল মহাত্মা গান্ধী জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় চক্রে পালিত হল মহাত্মা গান্ধী জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার লালগড় অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের সভাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগড় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওসমান আলি মণ্ডল, লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ দাস সহ অফিসের কর্মীবৃন্দ। চক্রের আন্তঃ বিদ্যালয় গুলির মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা, প্রশ্নোত্তর, বসে আঁকো ও নাটক প্রতিযোগিতা হয়। সব প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল মহাত্মা গান্ধী এবং তাঁর ভাবনা চিন্তার স্মরণ ও প্রাত্যহিক জীবনে প্রতিফলন ঘটানো। অনুষ্ঠান শেষে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার।

Developed by