ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে সংবর্ধনা জানাল ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের পক্ষ থেকে ১৩ জনের এক প্রতিনিধি দল গিয়ে সাক্ষাৎ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর সঙ্গে। উপাচার্যের অফিসে গিয়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অতীতে যেভাবে অতিথি অধ্যাপকদের কাজের জন্য উপাচার্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সে বিষয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ।