Breaking
24 Dec 2024, Tue

মাথার উপর ছাউনি পেলেন গৃহহীন শবর দম্পতি, সঙ্গে পাকাবাড়ি তৈরির আশ্বাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
রাত্রিতে পারদ ছুঁয়েছে ৮ ডিগ্রি। মাথার উপর ছাদ নেই। হাড় হিম করা শীতে অগত্যা কুলগাছের নিচে দুই বাচ্চাকে নিয়ে দিন কাটাচ্ছিলেন শবর দম্পতি। গত সাত-আট মাস ধরে বিষয়টি জানতেই পারেনি স্থানীয় পঞ্চায়েতের কর্তারাও। এহেন চরম দুর্দশার কথা জানতে পেরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসনের কর্তারা।

ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের সুয়াবাসা গ্রামে অনন্ত শবর তাঁর স্ত্রী টিকলি শবর এবং ছয় ও চার বছরের ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করেন। দিনমজুরি করে এবং জঙ্গলের শাল-পাতা সংগ্রহ করে দিন গুজরান করেন শবর দম্পতি। অনন্তের সঙ্গে কাকার পারিবারিক গণ্ডগোল হওয়ার পরই গত সাত-আট মাস আগে বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকেই সুয়াবাসা গ্রামের একটি কুলগাছের নিচে আশ্রয় নেয় অনন্ত শবরের পরিবার।
গ্রামের ঘটনায় হতচকিত হয়েছেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন। রেখা সোরেন বলেন,‘আমরা এতদিন জানতে না পারার ফলে লোকগুলোর এতদিন কষ্ট করতে হয়েছে, নাহলে এতদিন কষ্ট হত না। প্রথম দিন দেখেই আমার নিজেরও খুব খারাপ লেগেছিল। আপাতত ত্রিপল দিয়ে অস্থায়ী ভাবে মাথার উপর ছাদ করে দেওয়া হয়েছে। চারদিন পরে সরকারি ভাবে পাকাবাড়ি করে দেওয়া হবে।’

Developed by