ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের ৪নং মলম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে JNU তে নিরীহ ছাত্র,ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ওপর বিজেপি দুষ্কৃতীদের গুণ্ডামীর,ও কলমাপুখুরিয়া বুথ সভাপতি অশোক সরেন ও সুরেন সরেন উপর হামলা এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংগঠিত হল। এদিনের প্রতিবাদ মিছিল খাঁসজঙ্গলপূর্ব পাড়া থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে পুনরায় খাঁস জঙ্গল পশ্চিম পাড়া সমাপ্তি হয়।বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে এই মিছিল করে তৃণমূল কংগ্রেস। বিজেপির লাগামহীন সন্ত্রাস, এনআরসির বিরোধিতা করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বঙ্কিম ভক্তা,কার্যকরি সভাপতি সুমন সাহু,খাঁস জঙ্গল বুথ সভাপতি গমা মুর্মু,চরন মাহাত সহ নেতৃত্ববৃন্দ।