Breaking
24 Dec 2024, Tue

প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্ন প্যাকেট বললেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বুধবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক প্রশাসনিক প্রস্তুতি বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তরে। ওই বৈঠকে সভাপতি জানিয়ে দেন, পরীক্ষায় এবার কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। এতদিন পরীক্ষা কেন্দ্রের স্ট্রং রুমে প্রশ্নপত্র খুলে পরীক্ষার হলে নিয়ে গিয়ে পরীক্ষার্থীদের দেওয়া হতো। এই বছর থেকে প্রশ্নপত্রের প্যাকেট প্রতিটি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে এবং পরীক্ষার্থীদের দেওয়া হবে। এবার প্রশ্ন ফাঁস আটকাতে বিশেষ কিছু ব্যবস্থা করেছে পর্ষদ। যেমন প্রতিটি প্রশ্নপত্রের পাতায় বিশেষ কোড নম্বর থাকছে। ফলে প্রশ্ন ফাঁস হলে বোঝা যাবে কোন পরীক্ষা কেন্দ্র থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এছাড়া পর্ষদ সভাপতির নির্দেশমতো এবার পরীক্ষার দিনগুলোতে জেলায় বালি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। পরীক্ষার্থীদের সুবিধার্থে চারটি সরকারি বাস পরীক্ষার দিন গুলিতে চালানো হবে। এ বছর ঝাড়গ্রাম জেলায় মোট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৩৯৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৩৮৪ এবং ছাত্রী ৭৫৯২ জন।

Developed by