ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনপুরে অজানা বন্যজন্তুর পায়ের ছাপ ধান জমিতে! যা রবিবার দেখতে পেয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। আবার কি বাঘ বের হল? না অন্য কোন জন্তুর পায়ের ছাপ? সে বিষয়ে একেবারেই নিশ্চিত নয় বনদপ্তর। তবে পায়ের ছাপ যে দেখা মিলেছে সে কথা স্বীকার করেছেন ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি। ডিএফও গ্রামবাসীদের উদ্দেশে বলেছেন,‘অযথা আতঙ্কিত হবেন না। জঙ্গল এলাকায় বনকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রামবাসীদের বলা হচ্ছে যেহেতু বন্য জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে, রাতে একা বাড়ির বের হবেন না। আমরা ওই পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছি। তা এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’