ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ব্যবসায়ী চঞ্চল পালের অকাল প্রয়ানে ঝাড়গ্রামের সব্জী মার্কেট বন্ধ। যার ফলে সকাল থেকেই চিত্রটা বদলে গেছে ঝাড়গ্রাম রেলওয়ে সব্জী মার্জেটের,সকাল থেকেই বন্ধ পাইকারি ও খুচিরো দোকান গুলি,খাঁ খাঁ করছে বাজার। ক্রেতাদের অসুবিধার কথা মাথায় রেখে ঝাড়গ্রামের মাছ মার্কেটের দিকে জুবলি মার্কেটের সব্জী দোকান গুলি খোলা থাকবে।