ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:
ঝাড়গ্রামের ভূমিপুত্রদের তৈরি একটি শর্ট ফিল্ম মুক্তি পাচ্ছে ৫ জানুয়ারি, রবিবার বিকাল ৫টায় ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমীর ‘রঙ-মাটি-মানুষ’ মেলার মঞ্চে। ‘এক বিন্দু প্রাণ’ নামে ওই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী। জল সংরক্ষণের সচেতনতামূলক এই শর্টফিল্মের চিত্রগ্রহণ করেছেন স্বপ্নীল মজুমদার। ছবিটিতে অভিনয় করেছেন রিদয় গুপ্ত, সায়ক মজুমদার, সৌম্যকান্তি সাহু, চন্দ্রিমা গুপ্ত ও অন্যান্যরা। ঝাড়গ্রাম শহর, গিধনি এলোকেশী হাইস্কুল ও পার্শ্ববর্তী এলাকায় ছবিটির দৃশ্যগ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিক রিলিজের পরে ছবিটি মেলা প্রাঙ্গণে দর্শকদের দেখানো হবে। রবিবার সন্ধ্যায় ইউটিউবেও মুক্তি পাবে ‘এক বিন্দু প্রাণ’।