ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ডিএম হল কালী মন্দিরের মোরাম রাস্তাটির খুব খারাপ অবস্থা। প্রায় একশো মিটার লম্বা রাস্তাটি দীর্ঘদিন সারানো হয়নি। রাস্তায় গর্ত হয়ে গেছে। শহরের কেন্দ্রস্থল এলাকায় এমন রাস্তাটি দেখলে মনে হয় গ্রামীণ কোনও রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তাটি সরানো হোক। সামান্য অংশের ওই রাস্তাটি পাকা করারও দাবি উঠেছে।