ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শীতের মরসুমে বৃষ্টিতে খারাপ আবহাওয়ার জন্য শুক্রবার কার্যত দর্শনার্থী শূন্য হয়ে রইল ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এদিন হাতো গোনা কিছু লোকজন চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার জন্য এদিন সবচেয়ে কম সংখ্যক দর্শনার্থী এসেছিলেন। সারা দিনে মাত্র ১০২ জন চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন। সকালের দিকে লোকজন প্রায় আসেননি। বিকেলের দিকে কিছু লোকজন আসেন। এবার ২৫ ডিসেম্বর চিড়িয়াখানায় প্রায় চার হাজার লোকজন এসেছিলেন। ৭০ হাজার ২৫০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। তারপর থেকে প্রতিদিনই গড়ে এক থেকে দু’হাজার লোকজন এসেছেন। সবচেয়ে বেশি ভিড় হয়েছিল পয়লা জানুয়ারী। ওই দিন এসেছিলেন চার হাজারেরওবেশি লোকজন। ৭১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল।