ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ঝাড়গ্রাম আর্ট একাডেমীর ‘রঙ-মাটি-মানুষ’ মেলা পরিদর্শন করলেন জেলাশাসক আয়েশা রানি এ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরায় অবস্থিত ঝাড়গ্রাম আর্ট একাডেমীর ৩১ তম বার্ষিক ‘রঙ-মাটি-মানুষ’ মেলায় গিয়েছিলেন জেলাশাসক আয়েশা রানি এ। তিনি মেলার প্রত্যেকটি স্টল, চিত্রশিল্প এবং কারুকার্য ঘুরে দেখেন। ছিলেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, একাডেমির কর্ণধার সঞ্জীব মিত্র, স্লেট শিল্পী সুবীর বিশ্বাস প্রমুখ।