ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিওকে হেনস্তার ঘটনায় গ্রেফতার হলেন বিজেপির পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ। তাঁরা হলেন বিদ্যুৎ, অচিরাচরিত, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্মাধ্যক্ষ মধুমিতা দেহুরি এবং শিশু ও নারী কর্মাধ্যক্ষ শেফালি বাসুরি।
গত সোমবার গোপীবল্লভপুর ১ ব্লকে জঙ্গলমহল উৎসবে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ ‘না’ জানানোর অভিযোগ তুলে বিডিও দেবজ্যোতি পাত্রের চেম্বারে ঢুকে তাঁকে হেনস্থা করেছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি দানগি সোরেন সহ কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সদস্যরা। এমনকি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অশ্লীল গালিগালাজের পাশাপাশি বিডিও-র জামা ধরে এবং হাত ধরে টানাটানি করে চেয়ার থেকে তুলে দেওয়া হয়। বিডিও-র নিরাপত্তা রক্ষী রক্ষা করতে এলে তাঁকে টানাটানি করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এহেন ঘটনার খবর পেয়ে নয়াগ্রামের ডিএসপি সুব্রত মণ্ডল ও গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। দফায় দফায় বৈঠক করার পর বিকেলে জঙ্গলমহল অনুষ্ঠান হয়। সোমবার সন্ধ্যায় গোপীবল্লভপুর থানায় মোট নয় জনের নামে লিখিত অভিযোগ করেন বিডিও দেবজ্যোতি পাত্র।