Breaking
23 Dec 2024, Mon

লালগড় থানার উদ্যোগে বর্ষবরণের শীতের রাতে গাড়ি চালকদের গরম চা ও পানীয় জল তুলে দেওয়া হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বর্ষবরণের রাতে অঘটন যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল লালগড় থানার পুলিশ। লালগড় থানার উদ্যোগে বর্ষবরণের শীতের রাতে গাড়ি চালকদের গরম চা ও পানীয় জল তুলে দেওয়া হয়। স্বভাবতই পুলিশের এহেন ভূমিকায় দেখে খুশি গাড়ির চালকরা। রাতের ঠান্ডায় অনেক সময় চালকদের ঘুম লেগে যায়। তা থেকে রেহাই দিতেই গাড়ি থামিয়ে চালক ও হেলপারদের জন্য এই উদ্যোগ নিয়েছিল লালগড় থানার পুলিশ অফিসার সুব্রত সামন্ত।

Developed by