Breaking
23 Dec 2024, Mon

দুর্ঘটনায় মৃত প্রাথমিক  শিক্ষকের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুর্ঘটনায় মৃত প্রাথমিক শিক্ষকের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু।রবিবার ঝাড়গ্রাম ব্লকের ডালকাটি গ্রামে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব মাহাতোর স্ত্রী সুষমা মাহাতো, কন্যা নিরুপমা মাহাতো, অনুপমা মাহাতো, পুত্র অশোক মাহাতোর সঙ্গে দেখা করেন চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু। জয়দেবের স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি শিক্ষকের মৃত্যুকালীন প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। সমবেদনা জানাতে গিয়েছিলেন তৃণমূলের শিক্ষক নেতা উজ্জ্বল পাত্র, মানিকপাড়া চক্রের তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি গৌতম মাহাতো। গত, বৃহস্পতিবার ঝাড়গ্রামের বেলতলা চেক পোস্টের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় জয়দেব মাহাতোর।

Developed by