Breaking
23 Dec 2024, Mon

শনিবার মেদিনীপুরে ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য কমিটির নতুন কমিটি গঠিত হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার মেদিনীপুরে ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য কমিটির নতুন কমিটি গঠিত হল। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মহেন্দ্রডিহিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের দিশম পারগানা নিত্যানন্দ হেমব্রমের উপস্থিতিতে বর্ধমান, হুগলি , বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বাকি জেলার নেতৃত্বের সমর্থনে এদিন নতুন রাজ্য কমিটি গঠিত হয়।সংগঠনের রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে, রবীন টুডু ( ঝাড়গ্রাম জেলা ), রাজেন্দ্র মুর্মু (হুগলি জেলা ), মঙ্গল সরেন(বর্ধমান ), রবীনাথ মান্ডি( বাঁকুড়া )।

Developed by