Breaking
23 Dec 2024, Mon

তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু পাম্পকর্মীর।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শুক্রবার রাতে ঝাড়গ্রাম শহরে জামদা এলাকায় একটি পেট্রল পাম্পে তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক পাম্প কর্মীর। মৃতের নাম তাপস মাহাত (৪৩)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার রামচন্দ্রপুর গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার রাতে জামদা এলাকায় একটি পেট্রল পাম্পে একটি তেল ট্যাঙ্কার পাম্পে তেল দেওয়ার জন্য আসে। ওই সময় পাম্পের কর্মী তাপস মাহাত ট্যাঙ্কারের পিছন দিকে তেল ভরছিলেন। হঠাৎ ট্যাঙ্কার চালক গাড়িটিকে পিছনের দিকে ব্যাক করে। তেল ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Developed by