Breaking
23 Dec 2024, Mon

সায়েন্স সিটি নয়, গোপীবল্লভপুরে সায়েন্স সোসাইটির উদ্যোগে সূর্যগ্রহণ দেখলেন পথচলতি মানুষজন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
সায়েন্স সিটি নয়, গোপীবল্লভপুরে সায়েন্স সোসাইটির উদ্যোগে সূর্যগ্রহণ দেখলেন পথচলতি মানুষজন। এদিন খন্ডগ্রাস সূর্যগ্রহন দেখার সুযোগ করে দিলেন বেকথ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত গোপীবল্লভপুরের সায়েন্স সোসাইটি। গোপীবল্লভপুর বাজারে পথচলতি মানুষজনদের সান ফিল্টারের দ্বারা খন্ডগ্রাস সূর্যগ্রহনের দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়া ১০ টাকা মূল্যের সান ফিল্টার বিক্রি করাও হয়।

মোট ৭০০টি সান ফিল্টার বিক্রি করেছেন গোপীবল্লভপুরের সায়েন্স সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ প্রধান। এছাড়া গোপীবল্লভপুর সায়েন্স সোসাইটির উদ্যোগে সূর্যগ্রহনের কারনে গ্রামঞ্চলে সূর্যগ্রহন চলাকালীন না খাওয়া কুসংস্কার রুখতে চকলেট বিতরণ করা হয়।

Developed by