ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাংলা দলিত সাহিত্যের ২৮ তম বার্ষিক সম্মেলন হল ঝাড়গ্রাম শহরের বলাকা সভাগৃহে। বলাকা মঞ্চে গত দুদিন ধরে ২৪ ও ২৫ তারিখ সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সূচনা করেন বাংলা দলিত সাহিত্য সংস্থার সভাপতি মনোহর মৌলি বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সাধারণ সম্পাদক সুকান্ত মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক অশোক মুর্মু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোজ মান্ডি।
বাংলা দলিত সাহিত্য নিয়ে কাজ করা সাহিত্যিকরা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ভূমিপুত্র তথা কলকাতার একটি কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী, মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুস্নাত জানা প্রমুখ।