Breaking
23 Dec 2024, Mon

ঘুমের ঘোরেই অকাল প্রয়াণ হওয়া ২১ বছরের যুবক অভিজিৎ দাসের স্মরণে বড়দিনে মোমবাতি জ্বালাল এলাকা বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাত্র চার দিনেই আগেই প্রয়াত হয়েছেন এলাকার তরতাজা যুবক অভিজিৎ দাস। সুস্থ সবল প্রাণচঞ্চল যুবক অভিজিৎ আর পাঁচটা দিনের মত গত ২০ তারিখ রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু ঘুমের ঘোরেই কখন যে প্রয়াত হয়েছে তা বুঝতে পারেনি কেউ। তাঁর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি এলাকার বাসিন্দারা।

হার্ট অ্যাটার্কের জেরেই মৃত্যু হয়েছিল অভিজিতের। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের খ্রিষ্টান পাড়াতে। সেখানের বেশির ভাগ মানুষজন খিষ্ট্র ধর্মীম্বলম্বী। বড়দিনের উৎসবের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খিষ্ট্র ধর্মীম্বলম্বী অভিজিৎ এর প্রতিবেশিরা ছবি, ফুল, ধূপ জ্বালিয়ে প্রভু যীশুর কাছে চির আত্মার শান্তির কামনা করেছেন।

Developed by