Breaking
23 Dec 2024, Mon

সান্তার পোশাকে পুলিশ আধিকারিক দীপক সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সান্তার পোশাকে পুলিশ আধিকারিক দীপক সরকার। বাংলায় প্রবাদ আছে,’ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে!’ ঠিক তেমনটাই হলেন পুলিশ আধিকারিক দীপক সরকার।কর্মক্ষেত্র যেখানেই হোক… তিনি আছেন ২৫ ডিসেম্বর সান্তার পোশাকে চকলেট কেক হাতে নিয়ে। সে বেলপাহাড়ি হোক বা ঝাড়গ্রাম, হাওড়া বা খড়গপুর সর্বত্রই তিনি বিদ্যমান আজকের দিনটিতে। এই দিনটিতে সকাল থেকে পুলিশের পোশাক ছেড়ে সান্তার পোশাক পরে বেরিয়ে পড়েন তিনি। হাসি মুখে তাঁর ঝুলি থেকে বের করেন উপহার। আর বিলি করেন পথ চলতি মানুষজনদের।

Developed by