Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার প্রদান করল সিআরপিএফ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার প্রদান করল সিআরপিএফ। এদিন লালগড়ে সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার লালগড়ের ছ’টি স্কুল সহ জঙ্গলমহলের মোট ১৬ টি স্কুলে চারটি করে কম্পিউটার এবং একটি করে কালার প্রিন্টার দেওয়া হয়।

সেই সঙ্গে এক বছরের ফ্রি নেট সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ডিআইজি এস রবীন্দ্রন, লালগড় রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট মহারাজ, ৫০ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বজরং লাল। লালগড়ের স্কুলে এই কম্পিউটার পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। লালগড় স্কুলের ছাত্রী সুমনা দাস বলেন,‘স্কুলে কম্পিউটার পেয়ে আমরা খুব খুশি।

কম্পিউটারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারব। আগে আমাদের স্কুলে কম্পিউটার ছিল না।’ সিআরপিএফের ডিআইজি এস রবীন্দ্রন বলেন,‘ভারত সরকার সিআরপিএফের জন্য সিভিক অ্যাকশন প্ল্যান করেছে। এর মাধ্যমে পুলিশ এবং জনগণের একটি সামঞ্জস্য বজায় রাখা হয়। এই ফান্ডের মাধ্যমে জঙ্গলমহলের মোট ১৬ টি স্কুল, তার মধ্যে লালগড়ের ছটি স্কুলকে কম্পিউটারের সরঞ্জাম বিতরণ করা হয় এদিন।’

Developed by