Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের যৌথ উদ্যোগে তিন বছরের শিশুকন্যাকে হাসপাতাল থেকে পাঠানো হল হোমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের যৌথ উদ্যোগে তিন বছরের শিশুকন্যাকে হাসপাতাল থেকে পাঠানো হল হোমে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের নির্দেশ মত ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগ থেকে মানিকপাড়ার সরকারি হোমে পাঠানো হয় শিশুকন্যাকে। গত ১১ ডিসেম্বর ঝাড়গ্রাম ব্লকের বেলতলার কাছের জঙ্গলে তিন বছরের সেরিব্রাল পালসে আক্রান্ত শিশুকন্যাকে ফেলে পালাতে গিয়ে ধরা পড়েছিল ওডিশা রাজ্যের বাবা-মা। সেই অপরাধে বর্তমানে বাবা-মা দু’জনেই জেল হেফাজতে আছেন। গত ১১ ডিসেম্বর শিশুটিকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। সুস্থ হওয়ার পর পাঠানো হয় হোমে। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘বাচ্চাটিকে নতুন জামা-কাপড় পরিয়ে হাসপাতালের নার্সরা সরকারি নির্দেশ মত মানিকপাড়ার হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন।’

Developed by