Breaking
24 Dec 2024, Tue

এবার হাসপাতাল কোয়ার্টারে ঢুকে পড়ল দলমার হাতির পাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: জঙ্গল ছেড়ে এবার হাসপাতালের কোয়ার্টার চত্বরে ঢুকে পড়ল হাতি। মঙ্গলবার ভোরে মঙ্গলবার ভোরে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী সুপার স্পেশালিটি প্রায় আধঘন্টা ধরে কোয়ার্টার চত্বরে হাতির দল দাপিয়ে বেড়ায়। হাসপাতাল কোয়ার্টারের বেশ কিছু গাছ নষ্ট করে দেয়। এমনকি হাতির দলটি ৫০ ফুট প্রাচীর ভেঙে দিয়েছে। কোয়ার্টারের এক বাসিন্দা বলেন, কুয়াশাচ্ছন্ন ভোর বেলায় আটটি হাতি ঢুকেছিল কোয়ার্টারে। কোয়ার্টার চত্বরে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছেন চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, বিষয়টি জেলা প্রশাসন ও থানায় জানিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব প্রাচীর মেরামত করা দেওয়া হচ্ছে। বনদপ্তরের দাবি, খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Developed by