ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভারতের মধ্যে প্রথম গোপীবল্লভপুরে ‘ভারে’র সাহায্যে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা। ‘ভার’ এর পুরো নাম হল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলিতে ‘ভারের’ সাহায্যে ফুটবল খেলা হয়। কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত কোথাও ‘ভারে’র সাহায্যে ফুটবল খেলা হয়নি। গোপীবল্লভপুরেই প্রথম সেই খেলা অনুষ্ঠিত হল। ক্রিকেটে যেমন থার্ড অ্যাম্পিয়ার থাকে তেমনি ফুটবল খেলাতেও সে কাজটিই করে থাকে ‘ভার’। খেলাকে আরো বেশি স্বচ্ছে ভাবে দর্শকদের কাছে উপস্থাপন করতেই এই উদ্যোগ। গোপীবল্লভপুরের বর্গীডাঙার মাঠে মোট ১৬টি দলের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় শনি ও রবিবার।