Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামের ‘সবুজ প্রাণে’র উদ্যোগে বিনা পয়সার মেলা হল জামবনিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের ‘সবুজ প্রাণে’র উদ্যোগে বিনা পয়সার মেলা হল জামবনিতে। আসন্ন বড়দিন ও পৌষপার্বণ উপলক্ষে রবিবার জামবনি ব্লকের দুঃস্থ মানুষজনের হাতে নানা জিনিসপত্র তুলে দিল ‘সবুজ প্রাণ’ স্বেচ্ছাসেবী সংস্থা। সেই উপলক্ষে এদিন জামবনির ভাতুরে মেলার আয়োজন করেছিল। এদিন ভাতুর ও কেন্দডাংরি গ্রামের দরিদ্র ও দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যের মেলার জিনিসের মধ্যে ছিল শীতের পোশাকের মধ্যে সোয়েটার, কম্বল, শাল, শাড়ি। আর খাওয়ার জিনিসের মধ্যে ছিল কেক, বিস্কুট। হেঁসেলের জিনিস হিসেবে ছিল সোয়াবিনের প্যাকেট, তেল। আর প্রসাধনী সামগ্রী হিসেবে ছিল সাবান, ক্রিম, আলতা, সিঁদুর। এছাড়াও খুদে পড়ুয়াদের জন্য ছিল খাতা ও পেনসিল। সবুজ প্রাণের সম্পাদিকা তনুকা সেনগুপ্ত বলেন,‘এদিনের মেলা থেকে ১০০০ জন মানুষ বিনা পয়সায় জিনিস সংগ্রহ করেছেন। এছাড়াও আমাদের সংস্থার সদস্য কালীপ্রসাদ রায় ৪টি ক্লাবের হাতে নিজে ৪টি ফুটবল উপহার হিসেবে তুলে দিয়েছেন। আর সর্বোপরি অসহায় মানুষ গুলির মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুব খুশি!’

Developed by