ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের উদ্যোগে পদযাত্রা করে নৃত্য-গীতের মাধ্যমে পালিত হল সাঁওতালি ভাষা দিবস।
এদিন কলেজের সাঁওতালি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্যামচাঁদ হেমব্রম।
প্রথমে কলেজের পড়ুয়ারা তাঁদের চিরাচরিত আদিবাসী পোশাক পরে গোপীবল্লভপুর বাজার এলাকায় একটি পদযাত্রা করে। তারপর চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করা হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী নৃত্য ও গীত পরিবেশন করা হয়।