Breaking
24 Dec 2024, Tue

রাজ্যস্তরীয় প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ফ্লেয়ার প্লে-তে প্রথম সহ দৌড়ে প্রথম ও লং জ্যাম্পে দ্বিতীয় স্থান অর্জন করল ঝাড়গ্রাম জেলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্যস্তরীয় প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ফ্লেয়ার প্লে-তে প্রথম সহ দৌড়ে প্রথম ও লং জ্যাম্পে দ্বিতীয় স্থান অর্জন করল ঝাড়গ্রাম জেলা।২০০ মিটার বালক খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে গোপীবল্লভপুর পশ্চিম চক্রের সারিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সুমন হেমব্রম।লং জাম্পে বেলপাহাড়ি চক্রের মাছকাঁদনা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে অনিমা সিং। এছাড়াও ঝাড়গ্রাম জেলা ফ্লেয়ার প্লে-তে চ্যাম্পিয়ান হয়ে প্রথম স্থান অর্জন করেছে।

Developed by