ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরে ‘অভিনন্দন যাত্রা’ করল বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পাচঁমাথার মোড়ে এসে শেষ হয় মিছিলটি। মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রিমঝিম সিংহ, শহর সভাপতি নন্দন ঠাকুর প্রমুখ। জেলা সভাপতি সুখময় সৎপতি বলেন,‘পশ্চিমবঙ্গের শুধু রেল নয় মানবতার ওপর আঘাত হয়েছে। মমতা ব্যানার্জি সব সময় সব কিছুর বিরুদ্ধে, কেন্দ্র সরকার কোন কাজের বিরুদ্ধে লেগে থাকেন। নোট বন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যা কিছু নীতি আছে সব কিছুর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে পড়েন। তিনি উগ্রপন্থাকে প্রশ্রয় দিচ্ছেন তার ফলাফল মানুষকে ভোগ করতে হবে। আমরা তাই মানুষকে বলছি কোন প্ররোচনায় পা দেবেন না। নয়তো আরো আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট হবে আমাদের প্রাণ যাবে। আগামী ২৩ তারিখ কলকাতায় নাগরিক অভিনন্দন যাত্রা হবে। তার সমর্থনেই এদিনের মিছিল করা হয়।’