Breaking
24 Dec 2024, Tue

নয়াগ্রাম ব্লকে তৈরি হচ্ছে নতুন ৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশুর আলয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শিশুদের স্কুলমুখী করতে বাড়ানো হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশুর আলয়। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি নয়াগ্রাম ব্লকেও তৈরি হচ্ছে নতুন ৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশুর আলয়। সে গুলি হল বীরকাদা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোজলা আইসিডিএস কেন্দ্র, রাইশোল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিরষিবনি আইসিডিএস কেন্দ্র, আটমাঝিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র তথা শিশুর আলয় প্রভৃতি।

Developed by