Breaking
24 Dec 2024, Tue

সারারাত ব্যাপী হাতির তাণ্ডব জামবনি ব্লকের শুষনী গ্রামের জমিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সারারাত ব্যাপী হাতির তাণ্ডব জামবনি ব্লকের শুষনী গ্রামের জমিতে। গত কাল সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত প্রায় ১৮-২৪ টি হাতির দল তাণ্ডব চালায়। গ্রামের প্রায় ২০জন চাষীর সবজি খেত সম্পূর্ণ তছনছ করে দিয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় ২০ বিঘা জমির লাউ-কুমড়ো-শশা- করলা-মুলো সম্পূর্ণ খেয়ে মাড়িয়ে শেষ করে দিয়েছে। এই মুহূর্তে হাতি গুলো গ্রামের সবজি খেতের পাশেই রয়েছে।

Developed by