Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের ট্রেকিং হল বাঁকুড়ার বারাঘুটুতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের ট্রেকিং হল বাঁকুড়ার বারাঘুটুতে। পড়ুয়াদের বাস করে নিয়ে যাওয়া হয়েছিল ঝাড়গ্রাম থেকে। বাঁকুড়ার বারাঘুটুতে মোট 22 জন পড়ুয়াকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। এরকম শিক্ষামূলক ভ্রমণে যেতে পেরে খুশি বেলপাহাড়ি ব্লকের প্রত্যন্ত ডাকাই গ্রামের স্কুল পড়ুয়া পূজা মুর্মু। পূজা মুর্মু বলেন,‘এই প্রথমবার ট্রেকিং এ অংশ নিয়ে খুব ভালো লাগছে।’

Developed by