ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বালি গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠল ঝাড়গ্রাম ব্লকের মার্কেণ্ডপুর, চারটে গাড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম ব্লকের মানিকাপাড়ার মার্কেণ্ডপুরের যাত্রী প্রতীক্ষালয়ের কাছে। মৃত ব্যক্তির নাম সদানন্দ দাস। তাঁর বাড়ি ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়াপাল। সদানন্দবাবু নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন।
তখনই দুর্ঘটনাটি ঘটে। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালি খাদান গুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালি থানার অন্তর্গত কংসাবতী নদীতে। সেখান থেকে বালি তুলে গাড়ি গুলি ঝাড়গ্রাম জেলার মধ্য দিয়ে যাতায়াত করে। বালি গাড়ির জল রাস্তায় দাঁড়িয়ে থাকার ফলে বাইকের চাকা স্লিপ করে দুর্ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা চারটে লরিতে আগুন লাগানোর পাশাপাশি চালকদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনার পর ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে, মানিকপাড়া বিট হাউসের ওসি অঞ্জন মাইতির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।