Breaking
25 Dec 2024, Wed

বেলপাহাড়ি ব্লকে শুরু হল কৃষি ও প্রাণী সম্পদ মেলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বেলপাহাড়ি ব্লকে শুরু হল কৃষি ও প্রাণী সম্পদ মেলা। বুধবার মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাহালা হাঁসদা, সহ-সভানেত্রী অনুশ্রী কর, জেলা পরিষদের কর্মাধক্ষ্য তপন বন্দ্যোপাধ্যায়, সমিতির পূর্ত কর্মাধক্ষ্য বিকাশ সর্দার, বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী বংশীবদন মাহাতো প্রমুখ। মঞ্চ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হয়। এমনকি বাংলা শস্যবীমা যোজনা থেকে শুরু করে কৃষক বন্ধুদের কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিলাপও করা সুবিধা রয়েছে চাষিদের জন্য। বেলপাহাড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা জয় মুখার্জী বলেন,‘কৃষি মেলায় চাষবাসের জন্য নিত্যনতুন যে সব মেশিন ও যন্ত্রপাতি বেরিয়েছে তা কৃষকরা নিজেরা দেখতে পারবেন। পাশাপাশি কিভাবে চাষ করলে আরো বেশি ফসল উৎপাদন করা যাবে সে বিষয়েও জানতে পারবেন তাঁরা। আগামী তিনদিন পযর্ন্ত এই মেলা চলবে।’

Developed by