Breaking
25 Dec 2024, Wed

ধান দিন চেক নিন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য চালু করেছেন সরকারি মূল্যে ধান কেনা। অনুষ্ঠানের পোশাকি নাম ধান দিন চেক নিন। সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রাম জেলায় চলছে ধান কেনার কাজ। জেলার বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলারা একাজ করছেন। মানিকপাড়া, চিচিড়া সহ বিভিন্ন এলাকায় চলছে ধান কেনার জোর কদমে কাজ। আর হাতে হাতে চেক পেয়ে খুশি চাষিরা।

Developed by