Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম জেলায় দেড় কোটি টাকা দিয়ে তৈরি হবে কুড়মি ভবন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় তৈরি হতে চলেছে কুড়মি ভবন। রাজ্য সরকার দেড় কোটি টাকা ব্যয়ে একটি ভবনের তৈরীর প্রস্তুতি নিয়েছে। সেখানে বৈঠক হলের পাশাপাশি থাকবে কুড়মি সংস্কৃতির নানা বিষয়, আচার-আচরণের ব্যবহৃত জিনিসপত্রের মিউজিয়াম, কুড়মি সাহিত্যের নানা বই, গেস্ট হাউস লাইব্রেরী প্রভৃতি। জায়গাটি পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানি এ, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, কুড়মি বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আধিকারিক পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

Developed by