ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি থানার উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর কুয়ার ভূষণ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য, জামবনি থানার আইসি বিশ্বজিৎ পাত্র, ঝাড়গাম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ দেবনাথ হাঁসদা, ঝাড়গাম জেলা পরিষদের মেন্টর নিশিথ মাহাতো প্রমুখ।এদিন থানার পুলিশ কর্মী থেকে সিভিকরা সকলেই রক্তদান করেন। সূচনায় রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর কুয়ার ভূষণ সিং।