ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের ১৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় মডেল রাস্তায় চালু হবে ফ্রি ওয়াইফাই জোন। পুরসভার প্রশাসক সুবর্ণ রায়ের উদ্যোগে শহরে ফ্রি ওয়াইফাই জোন চালু হতে চলেছে। এজন্য মডেল রাস্তায় তিনটি এলইডি ডিসপ্লে ও চারটি বোর্ড লাগানো হয়েছে। মডেল রাস্তা থেকে ১০০ মিটার ব্যাসার্ধে এই ওয়াইফাই কাজ করবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার প্রশাসক সুবর্ণ রায় বলেন, বিভিন্ন শহরে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে। খুব শীঘ্রই ঝাড়গ্রাম শহরে ফ্রি ওয়াইফাই জোন হবে।