ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শিলদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রড বোঝাই ট্রাক। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলদা-বাঁকুড়া রাস্তার ৫ নম্বর রাজ্য সড়কের উপরে। গাড়ির ব্রেক ফেল হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে ধান জমিতে। ওই ঘটনায় চালক গুরুতর জখম হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ট্রাকের হেল্পার সুস্থ রয়েছেন। পুলিশ গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে আসে।