ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজনৈতিক মঞ্চে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু শনিবার এক অন্য ঘটনার সাক্ষী থাকল বিনপুরের মাগুরা। এ যেন রাজনৈতিক নেতাদের চাঁদের হাট। আর সেই হাটে কার্যত সব রাজনৈতিক দলকে মিলিয়ে দিলেন এলাকায় অবিসংবাদিত ঝাড়খণ্ড নেতা তথা বিধায়ক প্রয়াত নরেন হাঁসদা। ৬৩ তম জন্মদিবস উপলক্ষে এদিন মাগুরায় নরেন হাঁসদার পূর্ণায়ব মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা। যেখানে সকলেই নরেন হাঁসদা চিন্তাধারা ও তাঁর রাজনৈতিক বিচক্ষণতার কথা তুলে ধরেন। গত শুক্রবার থেকে নরেন হাঁসদা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছিল। এদিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পিন্ডরা কুচি কড়া ফুটবল টিম ও হাঁসদা স্পোর্টিং তেঁতুলডাঙা এই দুটি টিমের মধ্যে ফাইনাল খেলাটি হয়। ফাইনালে জয়লাভ করে পিন্ডরা কুচি কড়া ফুটবল টিম। উভয় দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন নরেন হাঁসদার স্ত্রী বিনপুরের প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা এবং নরেন হাঁসদার কন্যা তথা সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা। নরেন হাঁসদা বিনপুর বিধানসভা থেকে ঝাড়খণ্ড পার্টির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন বাম আমলে। এলাকায় এতটাই দাপুটে ছিলেন বাম নেতারাও তাঁকে কার্যত মেনে চলতেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপতি মুর্মু, মদনমোহন মাণ্ডি, ভারত জাকাত মাঝি মাডোয়ার নেতা পূর্নচন্দ্র সরেন, ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীনিবাস সরেন, তৃণমূলের যুব নেতা জলধর পণ্ডা, ঝাড়গ্রাম জেলার তৃণমূল নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব, বিনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান রতন মুদি। অনুষ্ঠান শেষে এলাকার দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।