Breaking
13 Jan 2025, Mon

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গ্রামে গ্রামে গিয়ে ধান কেনা শুরু করল ঝাড়গ্রামের জেলা খাদ্য দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গ্রামে গ্রামে গিয়ে ধান কেনা শুরু করল ঝাড়গ্রামের জেলা খাদ্য দপ্তর। গত তিন দিন ধরে শুরু হয়েছে গ্রামে গ্রামে গিয়ে ধান কেনার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরের প্রশাসনিক সভা থেকে সাফ জানিয়ে ছিলেন গ্রামে গ্রামে গিয়ে ধান কিনতে হবে। যাতে সাধারণ চাষিদের ধান ফোড়েরা না কম দামে কিনতে পারে। সে জন্যই এবারে জেলা প্রশাসন ও খাদ্য দপ্তর যৌথভাবে প্রচার চালাচ্ছেন চাষিদের কাছে। এবারের স্লোগান,‘নিজে ধান দিন, নিজে চেক নিন।’ তারপরেই বলা হচ্ছে,‘কারো কাছে ঠকবেন না। কৃষকদের সাথে সরকার।’ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রাম রয়েছে যেখান থেকে মানুষজন ধান বিক্রি করতে আসতে সমর্থ হয় না কিষাণমাণ্ডি বা ধান্যক্রয় কেন্দ্র গুলিতে। যার ফলে সেই চাষিরা কম দামেই এলাকায় বিক্রি করে দিতেন তাঁদের ধান। এবার থেকে সেই সমস্যা থেকে মুক্তির সুরাহা ঘটবে। একেবারে প্রত্যন্ত এলাকার চাষিদের মুখেও হাসি ফুটবে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে। ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী বেলপাহাড়ি ব্লকের লবনী গ্রাম, বিনপুরের মাগুরা, ঝাড়গ্রাম ব্লকের আমরুলিয়া গ্রাম গুলিতে গিয়ে খাদ্য দপ্তরের অফিসাররা ধান কেনা শুরু করেছেন।

Developed by