Breaking
26 Dec 2024, Thu

এনআরসির এর বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল গোপীবল্লভপুরের নোটা গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের নোটা গ্রামে এনআরসির বিরুদ্ধে মহামিছিল করল তৃণমূল। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহামিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। নোটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের উপাধক্ষ্য স্বপন পাত্র, শক্তিপদ বারিক, ব্লক যুব তৃণমূলের সভাপতি অনুপম মল্লিক, শশধর সিং, সুশোমন নায়েক, তপন ঘোড়াই, অমল ঘোড়াই, আশিষ ঘোষ, বিধান মুদলী প্রমুখ। তৃণমূলের মহামিছিলে পা মিলিয়ে ছিলেন প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।

Developed by